আলফাডাঙ্গায় রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৮
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে সমাজ উন্নয়নে অবদান রাখায় পাঁচজন নারীকে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় রোকেয়া দিবসের অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।

তারা হলেন- সফল জননী ফাতেমা বেগম, সাফল্য অর্জনকারী নারী শাহীনুর বেগম, শিক্ষা ও চাকরি বিষয়ে হাসিনা খানম, নির্যাতনে বিভীষিকা কাটিয়ে সফল হওয়া নারী হোসনেয়ারা বেগম এবং সমাজ উন্নয়নে দীপালী রায়।

সম্মাননা প্রদান শেষে উপজেলা পরিষদ চত্বরে ‘নারী-পুরুষ সমতা- রুখতে পারে সহিংসতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত।

এসময় থানার ওসি রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ, টগরবন্ধ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপনসহ উপজেলার বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা