ধানমন্ডির ৩২ নম্বরে মাশরাফি-তামিমরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৫২
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিসিবি এবারের বিপিএলের নাম রেখেছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এই আসরে ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই দলে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবালও।

সোমবার দুপুরে ঢাকা প্লাটুনের পুরো দল ঘুরে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে। মাশরাফি-তামিমরা শ্রদ্ধা জানালেন জাতির পিতার প্রতি। এসময় ‘বঙ্গবন্ধু জাদুঘর’ ঘুরে দেখেন তারা।

এদিন ঢাকা প্লাটুনের ফেসবুক পেইজে মাশরাফিদের ধানমন্ডি ৩২ নম্বর পরিদর্শনের কিছু ছবি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল সহ অন্যান্যরা।’

(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা