‘বইয়ে গরুর রচনার বদলে ট্রাফিক আইন অন্তর্ভুক্ত করুন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৭
অ- অ+

চালক ও জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে পাঠ্যপুস্তকে গরুর রচনার পরিবর্তে নিরাপদ সড়ক ও ট্রাফিক আইন অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে আন্তঃজেলা বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘পাঠ্যপুস্তকে গরুর রচনার পরিবর্তে নিরপদ সড়ক, ট্রাফিক আইন ইত্যাদি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সড়কে শৃঙ্খলা ফিরলে আমাদের মোট জিডিপি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে।’

মেয়র বলেন, ‘মহাখালী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নিতে হবে। কোনোভাবেই ঢাকার ভেতরে আন্তঃজেলা বাস চলাচল করতে পারে না। রাজধানীতে আন্তঃজেলা বাস চলাচলের ফলে যানজট তৈরি হয়। মানুষের ভোগান্তি বাড়ে। মূল সড়কে বাস পার্কিংয়ে কারণে যানজট আরও বেড়ে যায়।’

নতুন বাস টার্মিনাল নির্মাণে সিটি করপোরেশন সহায়তার আশ্বাস দিয়ে মেয়র বলেন, ‘শহরের মাঝে এমন আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত ভুল ছিল। সিটি করপোরেশন থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণে নতুন জায়গার সন্ধান করা হবে। আপনারাও খুঁজুন। কোথাও পেলে আমাকে জানাবেন। আমি আপনাদের সঙ্গে যাব।’

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, মহাখালী বাস টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেন, শফিউল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা