হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দুই কোর্সের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৯
অ- অ+

বেসরকারি হামদর্দ বিশ্ববিদ্যালয় অনার্সের দুটি কোর্সের বৈধতার বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১ জন রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী এজেডএম মোরশেদ আল মামুন।

পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী এজেডএম মোরশেদ আল মামুন সাংবাদিকদের বলেন, একটি জাতীয় দৈনিকে ১ ডিসেম্বর ভর্তির বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয় হামদর্দ বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে অন্যান্য কোর্সের সঙ্গে ব্যাচেলর অব ইউনানী মেডিসিন ও ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন বিষয়ে ভর্তির বিষয়ে উল্লেখ ছিল। এটি বেসরকারি ইউনানী ও আয়ুর্বোদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন রুলস-২০১২ এর পরিপন্থি। তাই আদালত ১ ডিসেম্বরের ওই দুই কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না এবং ওই দুই কোর্সে ভর্তি কার্যক্রম বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন, ডা. মো. আলমগীর হোসেনসহ ৩৪ জন।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা