হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দুই কোর্সের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৯

বেসরকারি হামদর্দ বিশ্ববিদ্যালয় অনার্সের দুটি কোর্সের বৈধতার বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১ জন রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী এজেডএম মোরশেদ আল মামুন।

পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী এজেডএম মোরশেদ আল মামুন সাংবাদিকদের বলেন, একটি জাতীয় দৈনিকে ১ ডিসেম্বর ভর্তির বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয় হামদর্দ বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে অন্যান্য কোর্সের সঙ্গে ব্যাচেলর অব ইউনানী মেডিসিন ও ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন বিষয়ে ভর্তির বিষয়ে উল্লেখ ছিল। এটি বেসরকারি ইউনানী ও আয়ুর্বোদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন রুলস-২০১২ এর পরিপন্থি। তাই আদালত ১ ডিসেম্বরের ওই দুই কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না এবং ওই দুই কোর্সে ভর্তি কার্যক্রম বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন, ডা. মো. আলমগীর হোসেনসহ ৩৪ জন।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিলই রইল, আদালতের সময় নষ্ট করায় জরিমানা 

সার আত্মসাৎ: দুদকের মামলায় কারাগারে সাবেক সংসদ সদস্য পোটন

‘মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে নয়’ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত

শিল্পী সমিতি: মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :