সংবাদ প্রকাশের জেরে ঢাকাটাইমস প্রতিনিধিকে হুমকি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:০৬
অ- অ+

দৈনিক ‘ঢাকা টাইমস’, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি আশিকুর রহমানকে স্থানীয় ছাত্রলীগ নেতা আশরাফুল হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ‘ইট ভাটায় অমানবিক শিশুশ্রম’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় বুধবার তাকে এ হুমকি দেয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক আশিক।

আশিক বলেন, গত বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার আষাড়িয়াবাড়ী এলাকায় আশরাফুলের সাথে রাস্তায় তার দেখা হয়। আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে আশরাফুল আমাকে দাঁড়িয়ে বলে- ‘ইট ভাটা নিয়ে নাকি কিসের প্রতিবেদন করেছ। এটা করার উদ্দেশ্য কি। তুমি কি সাংবাদিক নিয়ে সম্মেলন করে কি করতে পারবে। ক্ষমতা সব জায়গাই চলে না।’ আশরাফুলের এমন কথার জবাবে আমি বলি, ‘ভাই শিশুশ্রম অপরাধ। আমি এটা নিয়ে লিখেছি আর শুধু আমি না আমাদের আরও অনেক সহকর্মীরা নিউজ করেছে।’

আশরাফুল বলেন, ‘দেখো রাস্তা ঘাটে যদি তোমাকে আটক করে মারধর করি, তাহলে তুমি কিছুই করতে পারবে না। তাই বলি, এই বিষয়ে আর কোন বাড়াবাড়ি করো না। যদি বাড়াবাড়ি কর, তাহলে এর পরিণাম খুব খারাপ হবে কথাটা মনে রেখো।’

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা