অল্পের জন্য রক্ষা পেল পাবনা এক্সপ্রেস

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:২১| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৯:২৪
অ- অ+

রাজশাহীতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে রেললাইন ভাঙা দেখে স্থানীয় গেটম্যান লাল কাপড় টাঙ্গিয়ে ট্রেনটি থামিয়ে দেন। পরে লাইন মেরামত করে আধাঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।

রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে রেললাইন ভেঙে যায়। এক ব্যক্তি সেটি দেখতে পেয়ে বিষয়টি গেটম্যান রাজু আহম্মেদকে জানান। গেটম্যান দ্রুত সেটি দেখতে যান। এ সময় পাবনা এক্সপ্রেস রাজশাহীর দিকে আসছিল। গেটম্যান দ্রুত একটি লাল কাপড় টাঙ্গিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এরপর রেললাইনের ভাঙা অংশ মেরামত করা হয়। আধাঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, শীতের সময় রেললাইন সংকুচিত হয়। তখন এভাবে রেললাইন ভেঙে যায়। এটা তেমনই হতে পারে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা