অ্যাবের সহ-সভাপতি হলেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৫২| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:০৯
অ- অ+

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বিকেএসপির (অ্যাব) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অ্যাবের নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সাকিব আল হাসান। আগামী ১০ মাস এই পদে দায়িত্ব পালন করবেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান বিকেএসপির প্রাক্তন ছাত্র। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সাকিব তার যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। শুধু ক্রিকেট নয়, সামগ্রিক প্রেক্ষাপটেই দেশের সবচেয়ে বড় তারকার নাম সাকিব। কিছু ভুলের কারণে আপাতত আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব। এর মধ্যেই সাকিবকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিকেএসপির অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনে।

সভাপতি মনোনীত হয়েছেন সাবেক হকি তারকা মামুন-উর রশিদ। সাধারণ সম্পাদক আন্তর্জাতিক হকি খেলোয়াড় ও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা টুটুল কুমার নাগ।

সাকিব আল হাসান ছাড়াও সহ-সভাপতি পদে আছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আলমগীর আলম, সাবেক ফুটবলার আবু রাফা মো: আরিফ, সাবেক ক্রিকেটার ও বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম, সাবেক ফুটবলার এম এ তালেব হোসেন, সাবেক হকি খেলোয়াড় তারেক আদেল।

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
Blending the Education with Nature
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা