বাহরাইনে দুই দিনব্যাপী বিজয় মেলা

স্বপন মজুমদার, বাহরাইন
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২৩:০৩ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:৫৪

বাহরাইনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত দুই দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাহরাইনের আ-আলী নামক স্থানে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ভূমিতে মেলাটির উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কেএম মমিনুর রহমান।

এসময় বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তাসহ বিজয় মেলার আহবায়ক প্রকৌশলী গিয়াস উদ্দিন এবং বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ শারিজা আলীসহ বাহরাইনে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আয়োজনে নানান স্বাদের মুড়কি, চটপটি, মিঠাইসহ দেশীয় খাবারের ছিল রকমারি বাহার। নারীরা লাল সবুজের শাড়ি, পুরুষের পরনে লাল সবুজের পাঞ্জাবি ও ফতুয়া বিদেশিদের কাছে বাঙালির সংস্কৃতি আরও আর্কষণীয় করে তুলে।

বাংলা গান, নৃত্য, কবিতার আসর সবকিছু মিলিয়ে আয়োজনটি ছিল বাহরাইন প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :