ওয়ান ডে ক্রিকেটে ক্যালিসকে টপকালেন কোহলি

একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় জ্যাক ক্যালিসকে টপকে গেলেন বিরাট কোহলি৷ সেই সঙ্গে ইনজামাম-উল-হকের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন ভারত অধিনায়ক৷
১৮ বছরের দীর্ঘ ওয়ান ডে ক্যারিয়ারে ক্যালিস ১১,৫৭৯ রান সংগ্রহ করেছেন৷ কটকে ব্যাট হাতে মাঠে নামার আগে কোহলির ওয়ান ডে রান ছিল ১১,৫২৪৷ অর্থাৎ, আরও ৫৬ রান করলেই প্রোটিয়া অল-রাউন্ডারকে টপকে যেতেন বিরাট৷ কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ভারত অধিনায়ক ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন৷ ফলে কটক ম্যাচের পর কোহলির ওয়ান ডে রান দাঁড়ায় ১১,৬০৯৷ ক্যালিসকে টপকে কোহলি ওয়ান ডে ক্যারিয়ারে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সাত নম্বরে উঠে আসেন৷ ক্যালিসকে ঠেলে দেন ষষ্ঠ স্থানে।
কোহলির ঠিক সামনে রয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম৷ তার সংগ্রহে রয়েছে ১১,৭৩৯ রান৷ অর্থাৎ আর মাত্র ১৩০ রান করলেই ইনজিকেও পিছনে ফেলে দেবেন বিরাট৷ যদিও ক্যালিস ও ইনজামামের থেকে অনেক কম ইনিংসে কোহলি এই রান সংগ্রহ করেছেন৷ ক্যালিস ৩১৪টি ইনিংস খেলেছেন ওয়ান ডে ক্যারিয়ারে৷ ইনজামাম খেলেছেন ৩৫০টি ইনিংস৷ কোহলি সেখানে মাত্র ২৩৩টি ইনিংসেই ক্যালিসকে টপকে ইনজির ঠিক পিছনে চলে আসেন৷ বলাবাহুল্য, অচিরেই প্রাক্তন পাক তারকাকে টপকে যেতে চলেছেন ভারত অধিনায়ক৷
৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান সংগ্রহ করে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর রেকর্ড যথারীতি নিজের দখলে রেখেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার৷ পরের চারটি স্থানে রয়েছেন যথাক্রমে কুমার সাঙ্গাকারা (৩৮০ ইনিংসে ১৪,২৩৪ রান), রিকি পন্টিং (৩৬৫ ইনিংসে ১৩,৭০৪ রান), সানাত জয়সূরিয়া (৪৩৩ ইনিংসে ১৩,৪৩০ রান) ও মাহেলা জয়াবর্ধনে (৪১৮ ইনিংসে ১২,৬৫০ রান)৷
(ঢাকাটাইমস/২৩ ডিসেম্বর/এআইএ)

মন্তব্য করুন