ওয়ান ডে ক্রিকেটে ক্যালিসকে টপকালেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:২৬
অ- অ+

একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় জ্যাক ক্যালিসকে টপকে গেলেন বিরাট কোহলি৷ সেই সঙ্গে ইনজামাম-উল-হকের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন ভারত অধিনায়ক৷

১৮ বছরের দীর্ঘ ওয়ান ডে ক্যারিয়ারে ক্যালিস ১১,৫৭৯ রান সংগ্রহ করেছেন৷ কটকে ব্যাট হাতে মাঠে নামার আগে কোহলির ওয়ান ডে রান ছিল ১১,৫২৪৷ অর্থাৎ, আরও ৫৬ রান করলেই প্রোটিয়া অল-রাউন্ডারকে টপকে যেতেন বিরাট৷ কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ভারত অধিনায়ক ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন৷ ফলে কটক ম্যাচের পর কোহলির ওয়ান ডে রান দাঁড়ায় ১১,৬০৯৷ ক্যালিসকে টপকে কোহলি ওয়ান ডে ক্যারিয়ারে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সাত নম্বরে উঠে আসেন৷ ক্যালিসকে ঠেলে দেন ষষ্ঠ স্থানে।

কোহলির ঠিক সামনে রয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম৷ তার সংগ্রহে রয়েছে ১১,৭৩৯ রান৷ অর্থাৎ আর মাত্র ১৩০ রান করলেই ইনজিকেও পিছনে ফেলে দেবেন বিরাট৷ যদিও ক্যালিস ও ইনজামামের থেকে অনেক কম ইনিংসে কোহলি এই রান সংগ্রহ করেছেন৷ ক্যালিস ৩১৪টি ইনিংস খেলেছেন ওয়ান ডে ক্যারিয়ারে৷ ইনজামাম খেলেছেন ৩৫০টি ইনিংস৷ কোহলি সেখানে মাত্র ২৩৩টি ইনিংসেই ক্যালিসকে টপকে ইনজির ঠিক পিছনে চলে আসেন৷ বলাবাহুল্য, অচিরেই প্রাক্তন পাক তারকাকে টপকে যেতে চলেছেন ভারত অধিনায়ক৷

৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান সংগ্রহ করে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর রেকর্ড যথারীতি নিজের দখলে রেখেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার৷ পরের চারটি স্থানে রয়েছেন যথাক্রমে কুমার সাঙ্গাকারা (৩৮০ ইনিংসে ১৪,২৩৪ রান), রিকি পন্টিং (৩৬৫ ইনিংসে ১৩,৭০৪ রান), সানাত জয়সূরিয়া (৪৩৩ ইনিংসে ১৩,৪৩০ রান) ও মাহেলা জয়াবর্ধনে (৪১৮ ইনিংসে ১২,৬৫০ রান)৷

(ঢাকাটাইমস/২৩ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি : রিজভী
যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান বিধ্বস্ত, আগুনে পুড়ল কয়েকটি বিমান
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর কবে জানাল ঔষধ প্রশাসন
প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা