শেখ মারুফকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৩:০৫| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৫:২৫
অ- অ+
শেখ মারুফ (ফাইল ছবি)

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে যুবলীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বেলা ১১টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটির একটি দল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার মুখার্জি ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গত বছরের ২৯ ডিসেম্বর শেখ মারুফকে তলব করে নোটিশ পাঠান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। তিনি যুবলীগের আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। নতুন কমিটিতে তাকে রাখা হয়নি।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে প্রভাবশালী বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হন। তাদের জিজ্ঞাসাবাদে অনেক প্রভাবশালীর নামও উঠে আসে। এর মধ্যে শেখ মারুফের নামও বলেন কেউ কেউ। পরে তার ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতিবিরোধী সংস্থা দুদক।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩০
সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা
নরেন্দ্র মোদিকে প্রতিবাদপত্র দিয়েছে জাগপা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা