ইজতেমায় পাঁচ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ১৩:১১| আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৩:৪২
অ- অ+

টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও পাঁচ মুসল্লি মারা গেছেন। এ নিয়ে তিন দিনে ইজতেমার ময়দানে নয়জনের মৃত্যু হয়েছে।

ইজতেমা ময়দানে পুলিশ কন্ট্রোল রুমের মিডিয়া সেন্টারে দায়িত্ব পালনরত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় আগত আরও পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। অসুস্থতাজনিতসহ বিভিন্ন কারণে তারা মারা গেছেন। ফজরের নামাজের পর দুজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে মারা যান রাজশাহীর চারগাছ থানার বনকিশোর এলাকার আব্দুর রাজ্জাক (৬৭)। রাতে মৃত্যুবরণকারী মুসল্লিরা হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার বড়তোল্লা এলাকার মো. শাহজাহান (৬০)।

শনিবার সকালে মারা গেছেন বরিশালের গৌরনদী থানার খালিজপুর এলাকার আলী আজগর (৭০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান এলাকার মো. ইউসুফ আলী মেম্বার (৪৫)।

এ নিয়ে এবারের ইজতেমায় এখন পর্যন্ত নয়জন মুসল্লির মৃত্যু হয়েছে। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা