ইরানে তৃতীয় দিনের মতো বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ১৩:৩২| আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৪:১২
অ- অ+

তেহরানে ইউক্রেনীয় বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করার ঘটনায় ইরানের শাসকদের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। বিক্ষোভের বিভিন্ন ভিডিও চিত্রের প্রমাণ দিয়ে এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

কাসেম সোলেইমানি হত্যার পর যুক্তরাষ্ট্রবিরোধী যে বিক্ষোভ ইরানজুড়ে ছড়িয়েছিল তার জায়গায় এখন দেশটির শাসকদের বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছেন মানুষ। তাদের দাবি, শত্রু বাইরে নয়, দেশের ভিতরেই।

প্রতিবাদ শুরু হয়েছিল শনিবার। রবিবার তার তীব্রতা বাড়ে এবং সোমবারও তা অব্যাহত ছিল। বিক্ষোভের সময় ইরানের রাজধানী তেহরানের রাজপথ দখলে নেন বিক্ষোভকারীরা।

গত ৩ জানুয়ারি তেহরান থেকে ওড়ার পর ইউক্রেনের বিমানটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে ইরান জানায়, যান্ত্রিক গোলযোগে বিমানটি ভেঙে পড়েছে। কিন্তু পরে যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের চাপে ইরান স্বীকার করতে বাধ্য হয়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি ধ্বংস হয়েছে। এতে বিমানে থাকা ১৭৬ জনই নিহত হন।

ইরান প্রশাসন বিষয়টি স্বীকার করে নেওয়ার পরই খামেনি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইরানের জনগণ। রাস্তায় রাস্তায় প্রতিবাদ শুরু হয়।

এরই মধ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, বিক্ষোভকারীদের সঙ্গে সহনশীল আচরণ করা হচ্ছে।

ঢাকা টাইমস/১৪জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা