পদ্মার বুকে আবার রাস্তা করছেন আ.লীগ নেতা

রিমন রহমান, রাজশাহী
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:০৭
অ- অ+

জেলা প্রশাসন চিঠি দিয়ে পদ্মার বুকে রাস্তা নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছিল। গত ২৪ ডিসেম্বর সেই নির্দেশনা অনুযায়ী পদ্মার বুকে ফেলা ভরাট কিছুটা অপসারণ করেছিলেন। কিন্তু আবারও পদ্মার বুকে রাস্তা নির্মাণ করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। গত তিনদিন ধরে রাতে-দিনে চলছে রাস্তার কাজ। এতে করে পদ্মা নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ট্রাক চলাচলের রাস্তা করতে ইতোমধ্যে নদীর দুই তীর থেকে প্রায় ২০০ গজ ভরাট করে ফেলা হয়েছে।

আজিজুল আলম বেন্টু তার ‘মেসার্স আমিন ট্রেডার্স’ নামে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পবা উপজেলার চরশ্যামপুর ও চরখিদিরপুর মৌজার একটি বালুমহাল ইজারা নিয়েছেন। তবে ইজারাবহির্ভূত এলাকা থেকে বালু তোলার কারণে হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতবছরের ২৪ জুলাই বালুঘাটটি বন্ধ করে দেন। এরই মধ্যে পদ্মায় পানি চলে আসে।

অভিযানের পর কিছুদিন বালু তোলা বন্ধ থাকে। এরপর আবার বালু তোলা শুরু করেন বেন্টু। পদ্মায় পানি থাকায় এতোদিন ড্রেজারে করে বালু তোলা হচ্ছিল। এরই মধ্যে নদীর পানিও কমে গেছে। মাঝে চর পড়ে দুই ভাগে বিভক্ত হয়েছে পদ্মা। এখন সেই চরেই বালুর ট্রাক পাঠাতে নদীর এপারের অংশ ভরাট করে রাস্তা তৈরি করা হচ্ছে। নদীর দুই তীর থেকে এরই মধ্যে প্রায় ২০০ গজ ভরাট করা হয়েছে।

রাজশাহীর নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এনামুল হক বলেন, আমরা এভাবে নদী ভরাটের তীব্র প্রতিবাদ জানাই। কারণ, এ বছর নদী ভরাট করে রাস্তা তৈরি করা হলে সেটা আগামী ভরা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করবে।

রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্যের সদস্য ডা. মাহফুজুর রহমান বলেন, নদী এভাবে ভরাট করে ফেলা খুবই দুঃখজনক। আমরা এর প্রতিবাদে আন্দোলন করেছি। কিছুদিন কাজ বন্ধ ছিল। এখন আবার নদী ভরাট করে রাস্তা করা হচ্ছে।

জেলা প্রশাসক হামিদুল হক জানান, আবারও নদী ভরাট করে রাস্তা নির্মাণ করা হলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ নিয়ে জানতে একাধিকবার মোবাইল করা হলেও ফোন রিসিভ করেননি আওয়ামী লীগ নেতা বেন্টু।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা