চাঁদাবাজি মামলায় ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি মিলন কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ২৩:০৪
অ- অ+

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

সদর থানার এসআই সরোয়ার হোসেন বলেন, তিন দিনের রিমান্ডের সময় শেষ হওয়ায় সকাল সাড়ে ১০টায় সদর থানা থেকে মিলনকে আদালতে নেওয়া হয়। ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম এএইচএম ইমরানুর রহমান তার জামিনাবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডকালে তার কাছ থেকে আর কোন তথ্য পাওয়া যায়নি।

ওসি খলিলুর রহমান জানান, এক ঠিকাদারের দায়ের করা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার রাতে শহরের ডাক্তারপট্টি এলাকার মিলনের বাসায় অভিযানকালে তাকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। চাঁদাবাজি মামলায় অভিযুক্ত মিলন ছাড়াও পরে তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা