বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মাঠে নামছে ফিলিস্তিন-বুরুন্ডি

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুরুন্ডির বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকাল ৫ টায় শুরু হবে ম্যাচটি।
আমন্ত্রণমূলক এই জাতীয় টুর্নামেন্টের ইতিহাসে একের অধিকবার শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল মালয়েশিয়ার। এছাড়া আর কোন দলই একবারের বেশি শিরোপা জিততে পারেনি।
এবারের ৬ষ্ঠ আসরে ফিলিস্তিনের সামনে রয়েছে সেই সুযোগ। গতবারের শিরোপা জয়ের পর এবার আবারও ফাইনালে খেলবে তারা।
অপরদিকে বুরুন্ডিও প্রথমবারের মতো এই আসরের ফাইনালে উঠেছে। তাদেরও লক্ষ থাকবে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করা।
বুরুন্ডির চেয়ে ফিফা র্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে আছে ফিলিস্তিন। যদিও এই টুর্নামেন্টে ফিলিস্তিনের চেয়ে ভালো খেলা উপহার দিয়েছে এই বুরুন্ডিই!
কি হবে আজকের ফাইনালে, ফিলিস্তিন জিতবে দ্বিতীয় শিরোপা নাকি প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলবে বুরুন্ডি! জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েকঘন্টা।
(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এআইএ)

মন্তব্য করুন