সাংবাদিক মারধর: এনু-রূপনের রিমান্ড শুনানি ৩ ফেব্রুয়ারি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:৪৬| আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:৫২
অ- অ+

আদালত অঙ্গনে সাংবাদিককে মারধরের মামলায় ক্যাসিনোকাণ্ডে কারাগারে থাকা সহোদর আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী মামলাটিতে এ আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে গত ২১ জানুয়ারি রাজধানীর কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামলাটিতে আসামিদের গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। যার উপর রবিবার আসামিদের উপস্থিতিতে শুনানির দিন ঠিক করে আদালত। সে অনুযায়ী রবিবার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে ৩ ফেব্রুয়ারি রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপনকে দুদকের মামলায় রিমান্ড আবেদনের শুনানির জন্য গত ১৯ জানুয়ারি মহানগর দায়জা জজ আদালতে ওঠানোর সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ক্যামেরাপার্সন আল আমিন ওই দৃশ্য ভিডিও ধারণ করছিলেন। এ সময় সময় রূপন ও এনুর নির্দেশে ৮/১০ জন সমর্থক ক্যামেরাপার্সন আল আমিনের উপরে হামলা চালায় এবং এলোপাতাড়ি কিল ঘুসি মারেন। ওই সময় হামলাকারীরা আল আমিনের পকেটে থাকা ২০ হাজার টাকা ও সামসাং ব্রান্ডের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ক্যামেরাও ভাংচুর করেন। ওই সময় আদালত অঙ্গনে দায়িত্বরত পুলিশ হামলাকারীদের মধ্যে মো. মতিন নামে একজনকে আটক করেন। ওই ঘটনায় ডিবিসি রিপোর্টার নাসির উদ্দিন ওরফে লটন মাহমুদ কোতয়ালী থানায় ওইদিন রাতেই মামলা করেন। তবে মামলাটিতে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার মো. মতিন এর মধ্যে জামিন পেয়ে গেছেন। যা নিয়ে মামলার বাদী লিটন মাহমুদ হতাশা প্রকাশ করেছেন।

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংসারে অভাব-অনটন, স্বামী-স্ত্রীর আত্মহত্যা 
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন আফগান লেগ স্পিনার রশিদ খান
ইরাকে পানির মজুদ ৮০ বছরে সর্বনিম্ন 
বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা