লেসোথোর প্রধানমন্ত্রীর সাবেক স্ত্রীকে হত্যায় অভিযুক্ত বর্তমান স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩০
অ- অ+

আফ্রিকা মহাদেশের লেসোথোর প্রধানমন্ত্রীর সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠেছে বর্তমান স্ত্রী লেডি মায়েসিয়া থাবানের বিরুদ্ধে।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে ফার্স্ট লেডি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ২০১৭ সালে থমাস থাবানে লেসোথোর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দুই দিন আগে নিজ বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তার তৎকালীন স্ত্রী লিপোলেলো থাবানে। ওই সময়ে তাদের মধ্যে ডিভোর্সের আলোচনা চলছিল। ওই সময়ে হত্যাকাণ্ডের জন্য অজ্ঞাত বন্দুকধারীদের দায়ী করা হয়।

সম্প্রতি পুলিশ কমিশনার হলোমো মোলিবেলির আদালতে দাখিল করা নথিপত্রে নতুন করে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়। এরপরই দেশ ছাড়েন মায়েসিয়া থাবানে। গত দশ জানুয়ারি ফার্স্ট লেডির বিরুদ্দে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দেশটির পুলিশের মুখপাত্র এমপিতি মোপেলি জানিয়েছেন, পুলিশ ও আইনজীবীদের মধ্যে সমঝোতার পর মায়েসিয়া থাবানেকে দক্ষিণ আফ্রিকার সীমান্ত থেকে তুলে আনা হয়। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার হলোমো মোলিবেলি বলেন, বুধবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।

(ঢাকা টাইমস/০৫ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
গিলের ডাবল সেঞ্চুরির পর জবাব দিতে নেমে চাপে ইংল্যান্ড
আবুধাবিতে ৮০ কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি যুবক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা