তুরস্কে তুষারধসে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩১| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৮
অ- অ+

তুরস্কের ভান প্রদেশের বাচিসহার শহরে পরপর দু’বার তুষারধস ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। খবর আল জাজিরার।

প্রথমবার তুষারধস হওয়ার পর সেখানে উদ্ধারকাজে নেমেছিলেন সামরিকবাহিনীর সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বেসামরিক কয়েকজন নাগরিক। সেই সময় আরও একবার তুষারধসের ঘটনা ঘটে। যার ফলে বাড়ে মৃতের সংখ্যা। প্রায় ৩০০ জন সামরিকবাহিনীর সদস্য তখন উদ্ধারকাজ চালাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, আহতদের সেখান থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। হতাহতের ঘটনা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু বলেন, দ্বিতীয়বার তুষারধসের পর আবারও উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে সেখানকার পরিস্থিতির কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।

এ পর্যন্ত ৩০ জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বলে তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা