ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহে রেড ক্রিসেন্টের ৩টি গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫ | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান রক্ত সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল ও দেশের প্রয়োজনীয় রক্তের চাহিদা মেটাতে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। আর এজন্য রেড ক্রিসেন্ট ঢাকা, চট্রগ্রাম ও সিলেট এলাকায় সংস্থাটির ব্লাড ব্যাংককে তিনটি মোবাইল ব্লাড কালেকশন বাস হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে ব্লাড কালেকশন গাড়ি ও চাবি হস্তান্তর উদ্বোধন করা হয়।

সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার ঢাকা, চট্রগ্রাম ও সিলেট ব্লাড ব্যাংক কর্মকর্তাদের কাছে গাড়ি ৩টি হস্তান্তর করেন। এর আগে সোসাইটির চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, ‘রক্ত হলেই চলবে না, সেটি অবশ্যই নিরাপদ রক্ত হতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদাই নিরাপদ রক্তই সরবরাহ করে থাকে। দেশের রক্তের মোট চাহিদার ১১% নিরাপদ রক্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন ব্লাড ব্যাংক (রক্ত কেন্দ্র) থেকে সরবারাহ করা হয়।’

সারাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির ৮ টি ব্লাড ব্যাংক ও ১টি সাব সেন্টারের মাধ্যমে এই রক্ত সরবরাহ করা হচ্ছে বলে জানান সোসাইটির চেয়ারম্যান।

রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘দেশে রক্তের বর্তমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলা বড়ই কঠিন। তবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের রক্তের প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভ্রাম্যমান রক্ত সংগ্রহ কার্যক্রম তারই একটি অন্যতম উদাহরণ। আমরা এক বছরের মধ্যে ২৫% এবং কয়েক বছরের মধ্যে ৮০% রক্ত সরবরাহ করতে সক্ষম হবো।’

সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের রক্তের পর্যাপ্ত চাহিদা মেটাতে অবিরাম কাজ করে চলেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীসহ মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন। বাংলাদেশের জনগণের কল্যাণে নেওয়া রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে রেড ক্রিসেন্টের রক্ত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে।’

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :