পাকিস্তান সফরে সাঙ্গাকারার এমসিসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০
অ- অ+

২০০৯ সালে অতর্কিত সেই হামলার স্মৃতি এখনো বেশ টাটকা। শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হওয়া হামলায় কোনোরকম বেঁচে ফিরেছিলেন কুমার সাঙ্গাকারা। এরপর পাকিস্তানে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই পাকিস্তানে পুরোদমে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এবার হাজির হয়েছেন সাঙ্গাকারা।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নিয়মিতই বিভিন্ন দেশে সফরে গিয়ে ম্যাচ খেলে থাকে। তারই ধারাবহিকতায় প্রায় ৪৭ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছে তারা। অধিনায়ক সাঙ্গাকারার নেতৃত্বে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪টি ম্যাচ খেলবে এমসিসি। এই সফরের মূল উদ্দেশ্য, নিরাপত্তা শঙ্কা কাটিয়ে দেশটিতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো।

এরেই মধ্যে নিজের দল নিয়ে পাকিস্তান পৌঁছে গেছেন সাঙ্গাকারা। সেখানে গিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা তো এখন শুধু পাকিস্তানে নয়, বিশ্বের সবখানেই আছে। আমাদের এই সফরটা একটি সহজ বার্তা। যার উদ্দেশ্য পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ফেরানোয় সাহায্য করা। আমাদেরকে এখানে আনার জন্য পিসিবি ও পাকিস্তান সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’

সাঙ্গাকারা আরো বলেন, ‘এমসিসি এখানে এসছে কারণ আমাদের মূল দর্শনগুলোর একটিই, ক্রিকেটের চেতনা যে অন্য সব বাধাকে ছাপিয়ে যায়। যে বাধাগুলো মাঝে মধ্যে দেশে দেশে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে।’

২০০৯ সালের ভয়াবহ হামলা থেকে নিজে বেঁচে ফিরেছেন। যে স্মৃতি এখনো টাটকা সাঙ্গাকারার কাছে, ‘ব্যক্তিগতভাবে আমার পাকিস্তান সফরের অনেক মধুর স্মৃতি আছে। বিশেষ করে লাহোরে। এমন একটি অভিজ্ঞতা যা আপনি ভুলে যেতে পারেন না। আবার লাহোরে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একই সাথে যারা সেদিন জীবন দিয়েছেন তাদের সকলের ত্যাগের কথা স্মরণ করছি।’

পাকিস্তান সফরে এমসিসি স্কোয়াড: কুমার সাঙ্গাকার (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বার্গেস, অলিভার হ্যানন ডালবি, ফ্রেড ক্লাসেন, সাফিয়ান শরীফ, ভ্যান ডার মারউই এবং রস হোয়াইটলি।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা