সারার পুরো ফোকাস কেরিয়ারে

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৪
অ- অ+

শুক্রবার সারা ভারতজুড়ে মুক্তি পেয়েছে নতুন জুটি সারা আলি খান এবং কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘লাভ আজ কাল’। ইমতিয়াজ আলি পরিচালিত প্রেমের গল্পের এই ছবিটির শুটিং শুরুর বহু আগে থেকেই সারা ও কার্তিককে নিয়ে জল্পনা। প্রথমে ছড়িয়েছিল তাদের প্রেমের গুঞ্জন, কিছুদিন বাদে আবার ব্রেকআপের।

এ ব্যাপারে সারা কী বলছেন? সম্প্রতি একটা সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘এই মুহূর্তে আমার যা মানসিক অবস্থা, তাতে প্রেমের কোনো অবকাশ নেই। অদূর ভবিষ্যতেও কিছু হওয়া মুশকিল। এখন আমার পুরো ফোকাস কেরিয়ারে। কাজ ছাড়া আপাতত কিছুই ভাবতে পারছি না।’

তবে কার্তিকের সঙ্গে সম্পর্কের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি সারা। শুধু বলেন, ‘কার্তিক ভীষণ ভালো একজন কো-স্টার। সেটে আমার খুব খেয়াল রেখেছে। এই ব্যাপারে আমি লাকি যে, আমার প্রথম সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুত থেকে রণবীর সিং, বরুণ ধাওয়ান- সকলেই আমাকে খুব সাহায্য করেছে।’

গত বছরের প্রথম দিকে পরিচালক ও প্রযোজক করণ জোহারের ‘কফি উইথ করণ’ টকশোতে গিয়ে কার্তিকের প্রতি তার ক্রাশের কথা জানিয়েছিলেন সারা। এ ব্যাপারে নায়িকার সাফাই, ‘নিছকই মজা করে বলেছিলাম যে, কার্তিকের উপরে আমার ক্রাশ আছে। ভাবিনি, সেটা এত বড় আকার নিতে পারে।’

সাক্ষাৎকারে সাইফ আলি খানের কন্যা সারা আলি খান পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘এখন শুধু আমার আর কার্তিকের সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। আমার যোগ্যতা নিয়ে কেন প্রশ্ন করা হয় না? ওই শোয়ে বলা সব কিছুকে যদি সত্যি হিসেবে ধরা হয়, তাহলে তো মুশকিল।’

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা