নৌকাডুবিতে নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩২| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০২
অ- অ+

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনার নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিনের মাথায় রাঙ্গুনিয়া সড়ফভাটার মরা খাল সংলগ্ন কর্নফুলী নদী থেকে মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদার।

গত শুক্রবার দুটি ইঞ্জিনচালিত নৌকায় ৫০ জনেরও বেশি তীর্থযাত্রী কাপ্তাইয়ের শিলছড়ির মন্দিরঘাটে যাচ্ছিল। ঘাটে ভেড়ার পর একটি নৌকা ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ থাকেন। তাদের মধ্যে মা-ছেলে ছিল।

পরে সেদিন বিকালেই দেবলীলা (১০) নামে একজনের লাশ উদ্ধার করা হলেও মা ও ছেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

পাঁচ দিনের মাথায় ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর আজ সকালে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, শুক্রবার নৌকাডুবির ঘটনায় প্রথম দিন একজনকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ ছিল।

ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর পাঁচ দিনের মাথায় আজ রাঙ্গুনিয়া সড়ফভাটা এলাকা থেকে মা ও ছেলে লাশ উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা