চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২০
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে চরবাগডাঙ্গা এলাকার একটি স্কুলের পেছনের বাশকবাগানের ভেতরে শিশুটির লাশ পাওয়া যায়।

নিহত শিশুটি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিকহাজিরটোলার রুহুল আমিনের মেয়ে রিমা খাতুন। রিমা এমএইচ টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

রিমার মা সুলতানা বলেন, সোমবার দুপুরে রিমা স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি আইসক্রিম ওয়ালার সঙ্গে অন্য একটি শিশু চলে এলে তাকে দিয়ে আসার জন্য ওই শিশুর এলাকায় যায় রিমা। তারপর আর ফেরেনি রিমা। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, রাতে কে বা কারা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে বাঁশবাগানের ভেতর ফেলে যায়। জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা।

থানার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, শিশুটির শরীরের বিভিন্ন ধরনের দাগ রয়েছে। লাশ ময়নাদতন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/পিএল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা