দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫১ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪

বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ইনিংস ঘোষণা করেছে প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে। প্রথম দিনের পুরোভাগ ব্যাটিংয়ের পর দ্বিতীয় ও শেষ দিন ব্যাট হাতে নামেনি দলটি। ফলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বিসিবি একাদশ।

বিসিবি একাদশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন নাঈম শেখ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ফেরা পারভেজ হোসেন ইমন। বাউন্ডারি দিয়ে শুরু করা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ উইকেটে বেশি সময় কাটাতে পারলেন না। সপ্তম ওভারে ১৭ বলে ২ চারে ১১ রান করে কার্ল মুম্বার বলে ক্রিস্টোফার এমপফুকে ক্যাচ দেন নাঈম। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন মাহমুদুল হাসান জয়।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৯০ ওভার ব্যাট করে ২৯১ রান জড়ো করে জিম্বাবুয়ে, উইকেট হারায় ৭টি। বাংলাদেশের মাটিতে স্পিন কাবু দলটি প্রস্তুতি ম্যাচেও সুবিধা করতে পারেনি। বিসিবি একাদশের পক্ষে যুব বিশ্বকাপজয়ী দলের শাহাদাত তিনটি উিইকেট শিকার করেন।

জিম্বাবুয়ের পক্ষে কাসুজা ৭০, মুম্বা ৫৪ ও মাসাভাউরে ৪৫ রান করেন।

প্রসঙ্গত, প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :