ইমন-শাহাদাতের ব্যাটে প্রতিরোধ গড়ছে বিসিবি একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৩| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৮
অ- অ+

জিম্বাবুয়ের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বিসিবি একাদশ। স্কোরবোর্ডে ২৫ রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। শুরুর এ ধাক্কা সামাল দিতে এ মুহূর্তে লড়ছেন পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন।

দলীয় ২০ রানে নাঈম শেখের উইকেট হারায় স্বাগতিকরা। ব্যক্তিগত ১১ রানে নাঈমের ফিরে যাওয়ার পর ক্রিজে এসেছিলেন মাহমুদুল হাসান জয়। ‍ফিরে গেছেন মাত্র ১ রানে। তার বিদায়ে দলীয় ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় বিসিবি একাদশ।

দ্রুত দুই উইকেট হারানোর পর বিপর্যয় সামাল দিতে লড়ছেন পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন। অনূর্ধ্ব-১৯ দলের এই দুই যুবার ব্যাটে এখন প্রতিরোধের স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

এর আগে ৭ উইকেটে ২৯১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী জিম্বাবুয়ে। সফরকারীদের ইনিংসে অর্ধশতক হাঁকান দুই ব্যাটসম্যান কেভিন কাসুজা ও চার্ল মুম্বা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান আসে কাসুজার ব্যাট থেকে। তাছাড়া ৫৪ রানে অপরাজিত থাকেন মুম্বা।

স্বাগতিক বোলারেদের মধ্যে শাহাদাত হোসেন নেন সর্বোচ্চ তিনটি উইকেট। তাছাড়া আল-আমিন দুটি ও শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা