কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধের দাবি

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২
অ- অ+

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চার কিলোমিটার এলাকাজুড়ে ধরলা নদীর প্রবল ভাঙন থেকে ঘরবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা রক্ষার দাবিতে নদী তীরে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে এই কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনসাধারণ।

মোগলবাসা ইউনিয়নের দছিমুদ্দির মোড় থেকে স্লুইসগেট পর্যন্ত ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। কর্মসূচিতে বক্তব্য দেন মোগলবাসা ইউপি চেয়ারম্যন নুরুজ্জামান লাভলু, মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সেনের খামার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, মোগলবাসা ঘাটের ইজারাদার মঞ্জুরুল ইসলাম রাজা, স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান প্রমুখ।

মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন, মোগলবাসা ইউনিয়নের দছিমুদ্দির মোড় থেকে স্লুইসগেট পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে করালগ্রাসী ভাঙনের কবলে একের পর এক বিলীন হচ্ছে জমি-জমাসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ইতোমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে হুমকির মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙনের হুমকিতে আছে জেলা পরিষদের কুড়িগ্রাম-চিলমারী সড়ক, মোগলবাসা ইউনিয়ন পরিষদ ও একমাত্র বাজার, তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিস্তীর্ণ আবাদী জমি।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা