ফুলপুরে চার ছাত্রী নিখোঁজ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৩
অ- অ+

ময়মনসিংহের ফুলপুরে চারজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত চার দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বের হওয়ার পর বাড়ি ফিরে আসেনি তারা।

নিখোঁজ চারজনই ফুলপুর সদর ইউনিয়নের পূর্ব বাছাই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দুইজন স্নাতক, একজন উচ্চ মাধ্যমিক এবং একজন মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ পরিদর্শক (এসপি) আহমার উজ্জামান জানান, নিখোঁজদের মধ্যে দুজন সহোদর, একজন চাচাতো বোন ও অপরজন প্রতিবেশী।

নিখোঁজদের স্বজনরা জানান, চারজনেই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ পায়নি। এ ঘটনায় ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, ‘ধারণা করা হচ্ছে নিখোঁজ চার ছাত্রীই স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। তবে পুলিশ তাদের খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা