দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

যশোর প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২০, ১৫:০৮ | প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৪:২৯

যশোরের সানতলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সানতলায় সিএনজিটি দাঁড়িয়েছিল। তখন ঝিনাইদহগামী একটি ট্রাক পেছন থেকে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ছিটকে রাস্তার ধারে একটি গাছে আঘাত করে। ঘটনাস্থলে তানিয়া ও হাসান মারা যান। আহতরা হলেন প্রতীক (৪০), নজরুল (৫০) ও মনোয়ারা (২৪) নামের তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নিহত তানিয়া ব্র্যাক ব্যাংকের চুড়ামনকাটি শাখায় কাজ করতেন। আর হাসানের বাড়ি যশোর সদরের দৌলতদিহি এলাকায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এনাম উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই দু’জন মারা যান। আহত মনোয়ারার মাথার আঘাত গুরুতর। তাকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, ট্রাক জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

ঢাকাটাইমস/০১মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :