তুরাগে মিলল যুবকের লাশ

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে নগরীর প্রত্যাশা ব্রিজ সংলগ্ন নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
নিহতের পরনে কালো প্যান্ট ও লাল রঙের গেঞ্জি ছিল। বয়স আনুমানিক ২০ বছর বলে জানিয়েছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত যুবক সম্ভবত একদিন আগে মারা গেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেয়া হয়েছে। এ ছাপ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে পরীক্ষা করে পরিচয় শনাক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৪মার্চ/পিএল/এলএ)

মন্তব্য করুন