ফুটপাত দখল করে ব্যবসা, চারজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৯:৫০
অ- অ+

অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল এবং পরিবেশ দূষণের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও তাদের মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কাচাঁবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত।

অভিযানে বনানী সুপার মার্কেট ও কাঁচা বাজার এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, অবৈধভাবে ফুটপাত দখল করে ফলের দোকান, সংবাদপত্রের দোকান ও খাবার দোকান তৈরির কারণে ৪ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এদের ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে বনানী সুপার মার্কেটের পার্শ্বে ইউনাইটেড গ্রুপ অবৈধভাবে রাস্তা- ফুটপাত দখল করে ভবন নির্মাণ কাজ পরিচালনা এবং তাতে পরিবেশ ও বায়ু দূষণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইংরেজিতে লিখিত সাইনবোর্ড, বিজ্ঞাপন, ব্যানার ও ফেস্টুন লেখার কারণে আড়াই শতাধিক সাইনবোর্ড ও ফেস্টুন উচ্ছেদ করা হয়। পাশাপাশি তা পুনরায় বাংলা ভাষায় লেখার নির্দেশনা দেওয়া হয়।

ঢাকাটাইমস/০৫মার্চ/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা 
সৌদি বাদশাহ সালমানের খরচে এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা