ফুটপাত দখল করে ব্যবসা, চারজনের কারাদণ্ড

অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল এবং পরিবেশ দূষণের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও তাদের মালামাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর বনানী কাচাঁবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত।
অভিযানে বনানী সুপার মার্কেট ও কাঁচা বাজার এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, অবৈধভাবে ফুটপাত দখল করে ফলের দোকান, সংবাদপত্রের দোকান ও খাবার দোকান তৈরির কারণে ৪ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এদের ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে বনানী সুপার মার্কেটের পার্শ্বে ইউনাইটেড গ্রুপ অবৈধভাবে রাস্তা- ফুটপাত দখল করে ভবন নির্মাণ কাজ পরিচালনা এবং তাতে পরিবেশ ও বায়ু দূষণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ইংরেজিতে লিখিত সাইনবোর্ড, বিজ্ঞাপন, ব্যানার ও ফেস্টুন লেখার কারণে আড়াই শতাধিক সাইনবোর্ড ও ফেস্টুন উচ্ছেদ করা হয়। পাশাপাশি তা পুনরায় বাংলা ভাষায় লেখার নির্দেশনা দেওয়া হয়।
ঢাকাটাইমস/০৫মার্চ/কারই/ইএস

মন্তব্য করুন