ইলিশ বিক্রির দায়ে ১১ ব্যবসায়ীর সাজা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২০, ২২:২৭
অ- অ+

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে ইলিশ বিক্রি ও মজুদের দায়ে ১১ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার পৃথক অভিযানে ভোলা শহরের মাছ বাজার ও ইলিশা মাছঘাট থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৪০ মণ ইলিশ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে এক বছর করে কারাদণ্ড ও বাকি চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী হাকিম রায়হানুল ইসলাম।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের একটি দল ভোলা শহরের মাছ বাজারে অভিযান চালায়। এ সময় প্রায় পাঁচ মণ ইলিশসহ চারজন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য বিভাগ, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেসহ একটি দল ভোলার ইলিশা মাছ ঘাটে অভিযান চালায়। এ সময় মজুদ রাখা প্রায় ৩৫ মণ ইলিশসহ সাতজন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও সাতজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দ মাছ গরিব, অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা আরো জানান, ইলিশের অভয়াশ্রম হিসেবে ভোলার মেঘনা-তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল এ দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ দণ্ডনীয় অপরাধ। ইলিশের অভয়াশ্রম রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৯মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে আদালত থেকে হ্যান্ডকাফ ভেঙে পালাল আসামি 
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
সাম্য হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি জাবি ছাত্রদলের
ওয়াসার নতুন এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা