হাত বিচ্ছিন্ন হওয়া শিক্ষিকা শঙ্কামুক্ত নন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২০, ১৯:৪৩
অ- অ+

ট্রাকের সঙ্গে শিক্ষা সফরের বাসের সংঘর্ষে হাত বিচ্ছিন্ন হওয়া শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাতের অপারেশনের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ১৫ শিক্ষার্থী আহত হয়। শিক্ষিকা ফাহিমা বেগমকে তাৎক্ষণিক এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. সামান্তলাল সেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে বাম হাত রেখে ওই শিক্ষার্থীর অপারেশন করা হয়েছে। ৭২ ঘণ্টা তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।

(ঢাকাটাইমস/১১মার্চ/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘শুরুটা কঠিন ছিল, কিন্তু থেমে যাইনি’
দাবি বাস্তবায়নের আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
পাকিস্তান পৌঁছেছে ১০ জনের বাংলাদেশ দল, বাকিরা যাবেন কবে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা