হজ সফরনামা ‘কাবার পথে ধন্য হতে’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ মার্চ ২০২০, ২১:১৪| আপডেট : ১৩ মার্চ ২০২০, ২০:০২
অ- অ+

ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক মাওলানা নাদিম আল ওয়াজিদির ‘ফের সুয়ে হারাম লে চল’ গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে। এটি মক্কা-মদিনার ভ্রমণকাহিনি। বইটিতে হজ-ওমরাহর দালিলিক মাসায়েল এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর তত্ত্বভিত্তিক আলোচনাও স্থান পেয়েছে।

‘কাবার পথে ধন্য হতে’ নামে বইটি অনুবাদ করেছেন তরুণ লেখক ও অনুবাদক নাজমুল ইসলাম কাসিমী। সম্পাদনা করেছেন লেখক ও সম্পাদক জহির উদ্দিন বাবর। বইটি প্রকাশ করেছে বাংলাদেশের পরিচিত ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান দারুল উলুম লাইব্রেরী।

লেখক একাধিকবার বাইতুল্লাহ সফর করেছেন। সে হিসেবে মক্কা-মদিনার প্রতিটি অলিগলিই তার খুব চেনা-জানা এবং পরিচিত। তাই তিনি ভ্রমণের প্রত্যেকটা মুহূর্তকে ইতিহাসের গভীর নির্যাসের আলোকে বিশ্লেষণ করেছেন সুনিপুণভাবে। সাবলীল কথাসাহিত্য দিয়ে প্রতিটি অধ্যায়কে করেছেন অনেক চমকপ্রদ।

পুরো বইটিতে নজর ভোলালে আপনার মনে হবে, বইটি নিছক একটি ভ্রমণকাহিনি না; বরং একটি তাত্ত্বিক সিরাত গ্রন্থও। বইটি পড়লে সহজেই যেকোনো পাঠকের চোখের সামনে ভেসে উঠবে সাড়ে চৌদ্দশ বছর আগের মুসলমানদের ঐতিহ্যঘেরা স্মৃতিফলক; বদর, উহুদ, খন্দক। পাতায় পাতায় বিচরণ করলে সিক্ত হবেন, পবিত্র ভূমি; মিনা, আরাফা ও মুযদিলাফার ধুলোবালিতে।

বদরের অবিস্মরণীয় বিজয় যেমনিভাবে পাঠককে আন্দোলিত করবে, ঠিক তেমনিভাবে উহুদের নির্মম চিত্রগুলো পাঠকের দু'চোখ দিয়ে অশ্রু ঝরাবে বারবার। প্রতিটি অধ্যায় পাঠকালে, পাঠক কল্পনাতে নিজের অজান্তে মুহূর্তেই চলে যাবেন স্বপ্নপুরি সেই দুর্গগুলোতে। যেখানের মাঠ ও মাটির সঙ্গে মিশে আছে প্রিয়নবীর প্রেম-ভালোবাসা আর পবিত্র অঙ্গপ্রত্যঙ্গ'র স্পর্শগুলো। হাজার হাজার দূরে থেকেও মনে হবে আমি ঘোরাফেরা করছি পবিত্র হিজাজ ভূমিতে।

ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো, বোর্ড বাঁধাই ২৮০ পৃষ্ঠার এই বইয়ের গায়ের মূল্য ৩৫০ টাকা। রয়েছে বিশেষ কমিশন। বইটি দেশের বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ডকটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপে।

(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা