দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে আইপিএল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ১৬:৫১

এবার কি আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে? করোনাভাইরাসের জেরে এমনই সম্ভাবনার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কারণ ভারতের ক্রীড়া মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে, খেলাধুলোর কোনো ইভেন্টে বেশি দর্শকের উপস্থিতি কাম্য নয় এই মুহূর্তে।

এই পরিস্থিতিতে শনিবার আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের মিটিং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। সেখানেই সম্ভবত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন, রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে।

এর আগে ইতালিতে ফুটবল লিগের ম্যাচও ফাঁকা স্টেডিয়ামে হয়েছে। ২৯ মার্চ শুরু হবে আইপিএল। চলবে ২৪ মে পর্যন্ত। ক্রীড়াসূচির যা অবস্থা তাতে আইপিএল পিছিয়ে দেওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। ক্রীড়াসূচি অনুযায়ী আইপিএল হতে হলে হয়তো এটাই একমাত্র পথ বলে মনে করছে ক্রিকেটমহল।

(ঢাকাটাইমস/১২ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :