কোয়ারেন্টাইনের নির্দেশনা অমান্য করায় এক নারীকে জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ২০:৩৭

নাটোরের সিংড়ায় হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় এক নারীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলার কলম ইউনিয়নের কলম সূর্যপুর, চানপুর, পারসাঐলসহ বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া বিদেশ ফেরতদের বাড়ি অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই নারী সূর্যপুর গ্রামের বিদেশ ফেরত এনামুল হকের স্ত্রী নাছিমা খাতুন। নিয়ম ভঙ্গ করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ পর্যন্ত সিংড়া উপজেলায় প্রায় দুইশ জন চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। তাদের সচেতন করতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে অবস্থানের জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু অনেকেই এই নির্দেশনা অমান্য করছেন। তাই বাধ্য হয়েই অভিযান করতে হচ্ছে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী ও ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু।

(ঢাকাটাইমস/২০মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :