করোনা: ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ১৩:১৭| আপডেট : ২২ মার্চ ২০২০, ১৩:৫২
অ- অ+

করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ রোধে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ডে জনসমাগম বেশি ঘটে এই ধরনের দোকানপাট, হোটেল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন ওয়ার্ডটির কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাতবর।

রবিবার ঢাকা টাইমসকে তিনি গণবিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ার্ডের রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, ফুচকা-চটপটির দোকান, বেকারি, কনফেকশনারিসহ সবধরনের খাবারের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক, এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার যেমন শাক সবজি, কাঁচা তরিতরকারি, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়ারের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এ নিষেধাজ্ঞা মুক্ত থাকবে। নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

কাউন্সিলর বলেন, 'গ্রামে কে বা কারা দেশের বাইরে থেকে এসেছে তা খুব সহজে নিশ্চিত হওয়া যায়। কিন্তু ঢাকায় পাশের ফ্লাটে কে থাকে এটাই আমরা অনেকে জানি না। তাই এখানে বিদেশ থেকে কে বা কারা এসেছে তা নিশ্চিত হওয়া কঠিন। তারপরও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে খুব তৎপর'

(ঢাকাটাইমস/২২মার্চ/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা