জনতার দায়িত্বহীনতায় ক্ষুব্ধ শ্রীলেখা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ১০:৪০| আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:৫২
অ- অ+

করোনায় আক্রান্তের ঝুঁকি এড়াতে স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কারণ অন্যান্য দেশের মতো এই মরণ ভাইরাস হানা দিয়েছে ভারতেও। ইতোমধ্যে দেশটিতে ৯ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারতীয় জনতার উল্লাসে উদ্বিগ্ন শ্রীলেখা। রবিবার বিকালে থালা-বাটি বাজানোর ঘটনায় তিনি রীতিমতো স্তম্ভিত। অমাবস্যাকে কেন্দ্র করে বাড়ির ছাদে উঠে পরিবারের সবাইকে নিয়ে থালা-বাটি বাজানোর উৎসবে শামিল হন বলিউড ‍সুপারস্টার অমিতাভ বচ্চনও।

গোটা ঘটনায় ক্ষুব্ধ শ্রীলেখা সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেন, ‘জানি না, ভবিষ্যৎ কী! আগামী দিনের আঁচ কেউ হয়তো এখনও করতে পারছেন না। এটা কোনও উৎসব নয়। দয়া করে বাড়িতে থাকুন। অন্য সব বন্ধ করে দিন। আমার বাড়িতে ৭০ বছর বয়সী বাবা আছেন। আমি ভীষণ চিন্তিত। আমার মেয়ে আছে। ওর সারা জীবন পড়ে আছে।

পাশাপাশি রবিবার যারা আহাম্মকের মতো রাস্তায় নেমে নাচানাচি করেন এবং থালা-বাটি বাজান, তাদের উপর ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী। তিনি বলেন, ‘এই লড়াইটা আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। কয়েকটা দিন সবাই নিজ ঘরে থাকুন। নিজে ভালো থাকুন, বাকিদেরও ভালো রাখুন। দেশটা মৃত্যুপুরী হয়ে যাক তা আমি চাই না।’

ঢাকাটাইমস/২৪মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা