নেদারল্যান্ডসে নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদউল্লাহ

শ্রীলঙ্কায় নিযুক্ত হাইকমিশনার মো. রিয়াজ হামিদউল্লাহকে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। রিয়াজ হামিদউল্লাহ বর্তমানে নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের জায়গায় স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
রিয়াজ হামিদউল্লাহ বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কূটনীতিক হিসেবে তিনি দিল্লি এবং নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন।
এছাড়া রিয়াজ হামিদউল্লাহ নেপালের কাটমুন্ডতে সার্ক দপ্তরে দায়িত্ব পালন করার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এনআই/এমআর)

মন্তব্য করুন