সরকার চাইলে ইডেন গার্ডেন হবে হাসপাতাল: সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৩:৫৮
অ- অ+

করোনার ব্যাপকতা যে হারে বাড়ছে সেক্ষেত্রে ক’দিনবাদে হাসপাতালের জায়গা হবে সংকুলান, রোগি সামাল দিতে খেঁই হারিয়ে ফেলবেন ডাক্তাররা। সেই শঙ্কায়ই কলকাতার ইডেন গার্ডেন্সকে হাসপাতাল হিসেবে ব্যবহার করার পরামর্শ দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, সরকার চাইলে ইডেনই হতে পারে কিছুকালের জন্য করোনা আক্রান্তদের চিকিৎসালয়।

এবারের আইপিএল কি সত্যিই হবে? হলে, কবে হবে? এর কোনও কিছুর উত্তর নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। বোর্ড প্রেসিডেন্টের সাফ কথা, ‘এই মুহূর্তে আমার এ নিয়ে কিছুই বলা নেই।’ সেই সঙ্গে সৌরভ এটাও বলে দিলেন, ‘সরকার যদি চায়, ইডেনের ইন্ডোর এবং ডর্মিটরিকে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র করে তোলা যেতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুত।’

বিসিসিআই অন্যতম ধনী সংস্থা। দেশের এই বিপর্যয়ে বোর্ড কি কোনও অর্থ সাহায্য করবে? সৌরভের উত্তর, ‘এটা নিয়ে আমি সচিব জয় শাহ-এর সঙ্গে কথা বলব। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে নিজের শহর কলকাতার জন্য সৌরভ যে তৈরি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। বলে দেন, ‘যদি সরকার আমাদের সঙ্গে কথা বলে তা হলে আমরা ইডেনের সমস্ত রকম সুযোগ সুবিধা উজাড় করে দেব। এ নিয়ে কোনও সমস্যা নেই।’

হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামকে ইতিমধ্যেই হাসপাতাল বানিয়েছে সরকার। প্রয়োজনে আরও স্টেডিয়াম নেওয়া হবে। সেই জন্যই আগাম ইডেন নিয়ে বার্তা দিয়ে রাখলেন সৌরভ।

রাতে একটি ভিডিও বার্তাও দেন সৌরভ। সেখানে আবারও সবাইকে নিময় মেনে চলার কথা বলেছেন। তাঁর কথায়, ‘কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তবে এই লড়াইয়ে আমরা জিতব। ঘরে থাকাই এখন একমাত্র পন্থা। সেটাই করুন। সরকারের সঙ্গে সহযোগিতা করুন।’

আইপিএলের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। করোনাভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব জুড়েই খেলাধুলো এখন প্রশ্নচিহ্নের সামনে। সব টুর্নামেন্টই স্থগিত করে দেওয়া হয়েছে। আইপিএলের মতো হাইপ্রোফাইল টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু এখন যা অবস্থা, ১৫ এপ্রিলের পরেই যে সব কিছু ঠিক হয়ে যাবে, সেই গ্যারান্টিও কেউ দিতে পারছেন না। মঙ্গলবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার কথা ছিল বোর্ডের। সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকরাও বলেছেন, আগে দেশ। তারপর অন্য কথা। সৌরভ বলেন, ‘যে দিন আইপিএল স্থগিত করা হয়েছিল, সে দিনও আমরা যে জায়গায় দাঁড়িয়ে ছিলাম, আজও তাই। দশ দিনে কোন কিছুই বদলায়নি। তাই এ নিয়ে আমি এখন কিছুই বলতে পারব না।’

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা