টঙ্গীতে বলাৎকারে কিশোরের মৃত্যু, গ্রেপ্তার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ১৬:১৯
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে বলাৎকারে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমা ময়দানে বলাৎকারের এ ঘটনা ঘটে। নিহতের নাম আল-আমিন। সে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৬ নম্বর ব্লকের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাহিন ও হৃদয় নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, নিহত আল-আমিন তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। পরিবারের অভাব মেটাতে কয়েকবছর ধরে একটি লোহার দোকানে কাজ করে আসছিল। গত ১৯মার্চ রাতে ইসলামিক আলোচনা শুনতে একই এলাকার চারজন বন্ধু মিলে আল-আমিনকে বাসা থেকে ডেকে ইজতেমা ময়দানের টিনসেড মসজিদে নিয়ে যায়। পরে সেখানে তাকে রুটি খেতে দেয় তারা। রুটি খাওয়া এক পর্যায়ে জ্ঞান হারায় আল-আমিন। পরদিন সকালে জ্ঞান ফিরলে বাড়ি ফিরে এসে কাউকে কিছুই জানায়নি সে।

ঘটনার একদিন পর শনিবার নির্যাতিত কিশোর অসুস্থ হয়ে পরলে তাকে তাৎক্ষণিক টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। কিশোরটির মলদ্বারে গুরুতর জখম রয়েছে বলে চিকিৎসকরা তার অভিভাবকদের জানান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলে বৃহস্পতিবার রাতে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম একই এলাকার মাহিন (১৫), হৃদয় (১২), কায়সার (১৫) ও সাইফুলের (১৪) বিরুদ্ধে একটি মামলা করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা