৫০ লাখ রূপি অনুদান শচীনের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ২৩:০১
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য সাহায্য হিসেবে বৃহস্পতিবার ৫০ লাখ রুপি দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি টেন্ডুলকার।

সূত্র জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি করে দান করেছেন টেন্ডুলকার। এটি তার সিদ্ধান্ত। দু’টো তহবিলেই দান করতে চেয়েছেন টেন্ডুলকার।

টেন্ডুলকার ছাড়াও তাঁর সাবেক সতীর্থ, বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন। তিনি তাঁর রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর দরিদ্র শিশুদের জন্য ৫০ লাখ রুপির সমপরিমাণ চাল সরবরাহের কথা ঘোষণা দেন।

এছাড়াও ইরফান পাঠান ও ইউসুফ পাঠান বারোদা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে চার হাজার মাস্ক দিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুণের এক এনজিওর মাধ্যমে এক লাখ রুপি দান করেছেন।

(ঢাকাটাইমস/২৭ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা