বিদেশিদের জন্য ফের দরজা বন্ধ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১০:২২
অ- অ+
বেইজিং বিমানবন্দর

চীনে স্থানীয়ভাবে করোনাভাইরাসের সংক্রমণ একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। করোনার সংক্রমণ কমে আসায় আন্তর্জাতিক ফ্লাইট চালু ও বিদেশিদের প্রবেশ কিছুটা শিথিল করেছিল চীন। তবে প্রতিদিনই বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। এমন অবস্থায় নতুন করে সংক্রমন ঠেকাতে বিদেশিদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

আপাতত বিদেশি পর্যটকেরা চীনে ঢুকতে পারবেন না। বৈধ ভিসা বা ‘রেসিডেন্স পাস’ থাকলেও। বিমানের আন্তর্জাতিক ফ্লাইট আবারো সীমিত করছে শি জিনপিং সরকার। তবে বিদেশে থাকা চিনা নাগরিকেরা দেশে ঢুকতে পারছেন। কতদিন নতুন কড়াকড়ি জারি থাকবে সে বিষয়ে কিছু জানায়নি চীন। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৮ এপ্রিল থেকে পুরোদস্তুর খুলতে পারে উহান শহর।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উহান গত ২৩ জানুয়ারি থেকে তালাবন্ধ। খুব জরুরি দরকার ছাড়া রাস্তায় বেরোনো নিষিদ্ধ। দু’মাসেরও বেশি সময় ধরে বন্ধ ট্রেন, বাস, ফেরি, মেট্রোসহ যাবতীয় গণপরিবহণ। জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, এ দেশে এখনও পর্যন্ত ৮১,৩৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৩,২৯২।

ঢাকা টাইমস/২৮মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা