আলফাডাঙ্গায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ২০:২৬
অ- অ+

করোনাভাইরাসের প্রভাবে ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠে গোপালপুর রোড ও পানাইল রোডে চলাচলকারী ১১০ জন সুবিধাবঞ্চিত ইজিবাইক চালকের মধ্যে এ সব খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, লবণ ও সাবান) বিতরণ করা হয়।

পরে গোপালপুর বাজার, কুচিয়াগ্রাম বটতলা বাজার, দিগনগর বাজার, জাটিগ্রাম বাজার, মহিষারঘোপ বাজারসহ বিভিন্ন বাজারের সুবিধাবঞ্চিত ব্যবসায়ীদের মাঝেও এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ নুর ইসলাম, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ- সভাপতি ও সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান জানান, ‘করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে উপজেলার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনাভাইরাসের কারণে উপজেলার কর্মহীন কোনো মানুষ না খেয়ে থাকবে না। সে লক্ষ্যে কর্মহীন লোকজনের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা