আমি করোনা আক্রান্ত নই: জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৪:৪৬| আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৪:৫৭
অ- অ+

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, তিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন। এটি কেউ প্রচার করলে তা ঠিক নয়। তিনি বলেন, ‘আর সবাই যেভাবে আছেন, আমিও সেভাবেই আছি।’

রবিবার দুপুরে আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বাসা থেকে যুক্ত হয়ে সাংবাদিকদের এক0 প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবরের সত্যতার বিষয়ে জানতে চাওয়া হয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়। অনেক লোক সেখানে আসে। অনেক বিদেশিরা আসে। তাদের কারো সংক্রমণ থাকলে তার সংস্পর্শে এসে কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।’

তিনি হোম কোয়ারেন্টিনে আছে কিনা? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি করোনায় আক্রান্ত নই। টেস্ট করেছি; কোয়ারেন্টিনে নই। এ মুহূর্তে সবাই যেভাবে রয়েছেন; আমিও সেভাবে বাসায় আছি।’

তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে ৩ লাখ পিস পিপিই ( ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) বিতরণ করা হয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগেও অনেক পিপিই দেয়া হচ্ছে।

করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, 'জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। ঢাকায় ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসকদের সুরক্ষার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'

মন্ত্রী বলেন, কারো সর্দি বা কাশি হলেই তিনি করোনা আক্রান্ত এ কথা ঠিক নয়। আপনারা চিন্তিত না হয়ে প্রয়োজনীয় পরামর্শ নেন।

(ঢাকাটাইমস/ ২৯ মার্চ /টিএটি/এই্চএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা