লিগ শেষ করা নিয়ে চিন্তিত উয়েফা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৬:০৯

জুনের শেষে ফুটবল লিগ নতুন করে শুরু করা না গেলে, চলতি মৌসুমই হয়তো বাতিল করতে হবে। এমন আশঙ্কার কথা জানালেন উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। করোনাভাইরাসের জেরে ইউরোপের প্রায় সব দেশেই ফুটবল লিগ বন্ধ। ইউরো এক বছর পিছিয়ে গিয়েছে।

উদ্বিগ্ন সেফেরিন বলেছেন, ‘চেষ্টা করতে যেকোনোভাবে লিগ শেষ করার। সেটা না পারলে সম্ভবত এ বারের মৌসুমেরই অকালে সমাপ্তি ঘটবে।’ যোগ করেন, ‘আমরা নানা সম্ভাবনার কথা ভেবেছি। তার একটা হচ্ছে মে’র মাঝামাঝি লিগ শুরু করা। বা জুনের শুরুতে। সেটাও না হলে, জুনের শেষে। সঙ্গে আরও একটা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। পরের মৌসুমের শুরুতে এই মৌসুমের বাকি ম্যাচ শেষ করা। এবং নতুন মৌসুমের লিগ তার পরে শুরু করা। তেমন হলে অবরুদ্ধ স্টেডিয়ামেই ম্যাচ করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

ইংলিশ প্রিমিয়ার লিগে সব বড় ক্লাবের এখনও প্রায় ন’টি করে ম্যাচ বাকি। অন্য দেশের ফুটবল লিগ ধরলে ম্যাচের সংখ্যা ১২-র মতো। ইংল্যান্ডে ৩০ এপ্রিল পর্যন্ত লিগ বন্ধ।

সেফেরিন বলেছেন, ‘ভাবতে খারাপ লাগছে, লিগের বাকি সব ম্যাচই প্রায় দর্শকহীন স্টেডিয়ামে করতে হতে পারে! তবে সবার আগে দেখতে হবে লিগ আদৌ শুরু করা যাচ্ছে কি না। তা সে দর্শক-সহ হোক বা দর্শক-ছাড়া। কিন্তু কোনও ভাবে সমাধানের রাস্তা বার করতে না পারলে এই মৌসুমই হয়তো শেষ করে দিতে হবে মাঝপথে। এ ছাড়া কার্যত আমাদের কিছুই করার থাকবে না।’

(ঢাকাটাইমস/৩০ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :