ভূঞাপুরে করোনায় আক্রান্ত সন্দেহভাজন যুবক নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৭:২৮
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজন মিন্টু মিয়া নামে এক যুবক নিখোঁজ। উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পুর্নবাসন গ্রামের ওই যুবক গত চার দিন ধরে নিখোঁজ। তার পরিবারকে লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন।

নিখোঁজ মিন্টুর পিতা সাইফুল ইসলাম সরকার জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে একটি কোম্পানিতে চীনের লোকদের সঙ্গে হেলপারের কাজ করে আসছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করলে গত শুক্রবার সর্দি ও জ্বর নিয়েই বাড়ি ফেরেন মিন্টু।

করোনাভাইরাসের আশঙ্কায় তাকে চিকিৎসা নেওয়ার জন্য বললে মিন্টু বলেন, ‘আমার কোনো ভাইরাস ধরেনি।’

মিন্টুর মা জানান, মিন্টু বাড়ি ফিরলেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেয়ার জন্য বলা হলে রাগারাগি করে বাড়ি থেকে চলে যায়। তারপর আত্মীয় স্বজন ও শ্বশুরবাড়ি খোঁজ নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি তার।

এ বিষয়ে নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, ‘বিষয়টি জানার পর করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আমরা তাৎক্ষণিক ওই পরিবারকে লকডাউন করে দেই।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি পরিষদের চেয়ারম্যানদের একটি সেল গঠন করে দেয়া হয়েছে। তারা বিষয়টি দেখবেন।

ঢাকাটাইমস/৩১মার্চ/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা