দ্বন্দ্বের সময় কিশোর গ্যাং গ্রুপের পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৯:৪০
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে দুই দল কিশোরের দ্বন্দ্বের সময় পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, কিরিজ উদ্ধার করা হয়।

সোমবার রাতে চাঁদ উদ্যানের ৬ নম্বর সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কিশোররা হলো- হাসান মোহাম্মদ, শাকিল হোসেন, মোহাম্মদ হাসান, রিয়াজ ও সুমন।

মঙ্গলবার ঢাকা টাইমসকে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী। তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে মোহাম্মদপুরের লাউতলা বস্তি ও বোর্ডগার্ড বরকত মিয়ার বস্তির কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হচ্ছিল। প্রায়ই ওই এলাকায় মারমারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গতরাতে চাঁদ উদ্যানে দুই গ্রুপের ৩০/৩৫ জন রামদা, চাপাতি ও অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়। এসময় র‌্যাবের একটি টহলদল মারামারি সময় তাদের ঘেরাও করে এবং দেশীয় অস্ত্র পাঁচজনকে আটক করা হয়। অনেকে আবার দৌড়ে পালিয়ে যায়। উদ্ধার করা হয়, ধারালো রামদা, চাপাতি ও ছোরা। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা