সুবর্ণচরের অসহায়দের পাশে ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১৭:৫৩
অ- অ+

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে টানা সাধারণ ছুটির মধ্যে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা। তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বুধবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। ছাত্র পরিষদ সুবর্ণচর শাখার উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়।

এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ ও একটি সাবান।

ছাত্র অধিকার পরিষদের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আবু জাহের ঢাকা টাইমসকে বলেন, ‘সুবর্ণচরের খেটে খাওয়া মানুষ সবসময় নিপীড়িত। করোনা প্রাদুর্ভাবে সেটা আরও তীব্র হয়েছে। তাদের সাহায্যের বিষয়টি আমাদের চিন্তায় ছিল। আমার ছাত্র, আমাদের সেভাবে সামর্থ্য নেই। ছাত্ররা নিজেরা চাঁদা তুলে এতটুকু করেছি।’

সামনের সংকটের সময় তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান আবু জাহের।

এদিকে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৫৪ জনে দাঁড়ালো। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা