করোনা প্রতিরোধে সরকারকে পাঁচ কোটি দিল প্রাইম ব্যাংক

অর্থনীতি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১১:২৫
অ- অ+

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে সহায়তার হাত নিয়ে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর উদ্যোগে প্রাইম ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে।

ডাক্তার ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, টেস্টিং কিট, রেসপিরেটরি ইকুইপমেন্ট ক্রয়ের জন্য এই অর্থ ব্যয় করা হবে। এছাড়া দেশব্যাপী লকডাউনের ফলে দরিদ্র জনগোষ্ঠী যাদের জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে গেছে, তাদের সহায়তা প্রদানের জন্য এ অর্থ ব্যবহার করা হবে।

এই মানবিক উদ্যোগ সম্পর্কে প্রাইম ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, “এ রোগটি ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রাইম ব্যাংক সম্মানিত গ্রাহক, ব্যাংকের কর্মীবাহিনী ও সমাজের মানুষের স্বাস্থ্য নিরাপত্তার নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে।

ভাইরাস প্রতিরোধে এখন আমরা বাংলাদেশের সরকারের সাথে একসাথে কাজ করবো। আমরা মনে করি এই সহায়তার মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচবে, ডাক্তার ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং একই সাথে সমাজের দরিদ্র শ্রেনীর মানুষদের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।”

ঢাকাটাইমস/২এপ্রিল/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা