যাত্রাবাড়ীতে ছয় টন জাটকা ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ২৩:০৭
অ- অ+

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাস সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু করোনা দুর্যোগের মধ্যে এই নিষেধাজ্ঞা মানা হচ্ছিল না। বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে ছয় টন জাটকা ইলিশ জব্দ করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ চৌধুরী ও র‌্যাব-১০ এর কর্মকর্তারা।

অভিযান শেষে সারওয়ার আলম ঢাকাটাইমসকে বলেন, সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে র‌্যাব ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় প্রায় ছয় টন জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব জাটকা মাছ বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা এবং স্থানীয় কয়েক’শ ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। এতে একজনকে দেয়া হয় পাঁচ কেজির বেশি করে পেয়েছে।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেনেভা ক্যাম্পে আবারও অভিযান, মাদক–ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার ৩
টি-টোয়েন্টিতে কোহলিকে পেছনে ফেললেন ওয়ার্নার
ডিএমপির দুই ডিসি ও তিন এসি নতুন দায়িত্বে
দিলারা জামান ও আবুল হায়াতকে নিয়ে ‘বেলা ও বিকেল’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা